
আল মাহমুদ প্রিন্স, খুলনা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ ও হকার্স ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় নৌকা মাঝি সংঘ কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল।
প্রধান অতিথি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হলে দলের নেতা কর্মীদের ধানের শীষ প্রতীক প্রার্থীর পক্ষে দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে হবে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা কার্ড নিশ্চিত করা হবে। আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে পঞ্চাশ হাজার ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। কৃষিকার্ড প্রাপ্ত সুফলভোগিরা বিভিন্ন ব্যাংক থেকে বিনা সূদে ঋণের টাকা গ্রহণ করতে পারবে। প্রধান অতিথি সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা ও ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেছেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের সভাপতি মোঃ হালিম শেখের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক হারেজ হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপি আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। এসময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা বিএনপি সদস্য বাদশা জমাদ্দার, আব্দুস সালাম মল্লিক, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির
যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, জেলা মহিলা দলের সহ -সভাপতি শাহানাজ পারভীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা সুলতানা, উপজেলা সদস্য আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর ফিরোজ, রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাঈনুল হাসান, রূপসা কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, বিএনপি নেতা মাহিদ খান, বসির হায়দার পল্টু, শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহ, নৈহাটী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মাফুজ শেখ, বিএনপি নেতা বাবুল হোসেন, শ্রমিক দল নেতা লাভলু শেখ,
মাঝি সংঘের সহ-সাধারণ সম্পাদক মোঃ খোকন শেখ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাসুদ মীর।
অপরদিকে, রূপসার নৈহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আব্বাসিয়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে দোয়া অনুষ্ঠিত হয়। নৈহাটী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা শাহ মুয়াজ্জেম। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিকেল ৪টায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নৈহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এসএম সাইফুল্লাহ হোসেন তুহিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা খন্দকার মনির হোসেন ও সাবেক ছাত্রনেতা ইবাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু,
জেলা মহিলা দলের সহ -সভাপতি শাহানাজ পারভীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা সুলতানা, উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব ইউনুচ গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব
নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব দিদারুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, নৈহাটী ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য মোঃ কবির শেখ, জাহিদুল ইসলাম রবি,
নিজাম উদ্দিন টিটো, আঃ হালিম মোড়ল, মহিলা দল নেত্রী শিরিনা সুলতানা, বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।